কেরানীগঞ্জে, শাক্তা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত।
ঢাকার কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল রোববার বিকাল ৪টায় গুলিস্তান-বান্দুরা সড়কের সরকারি শাক্তা উচ্চ বিদ্যালয়ের সামনে লেগুনা-মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে ইমন (১৮) ও শিফাত (১৭) নামে দুজন নিহত এবং অপর দুজন আহত হয়েছে। আহতদের মধ্যে নাহিদের (১৫) অবস্থা আশঙ্কাজনক বলে জনিয়েছেন চিকিৎসক। আহত লেগুনা ড্রাইভারের পরিচয় মিলেনি। নিহত ইমন উপজেলার কলাতিয়া ইউনিয়নের বেলনা, বাবরকান্দি, মাদবর বাড়ি গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে এবং শিফাত রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের গোলাম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল আরোহী তিন বন্ধু কোনাখোলা থেকে রোহিতপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা লেগুনা (ঢাকা মেট্রো-ছ ১১২৭৩৮) ডান দিকে গিয়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে আরোহী তিনজনই মারাত্মকভাবে আহত হয়। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে প্রেরণ করা হলে কর্মরত চিকিৎসক ইমন ও শিফাতকে মৃত ঘোষণা করেন।