কেরানীগঞ্জ, সুটকির টেক প্লাস্টিক কারখানায় আগুনে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা


 ১৯ নভেম্বর,শুক্রবার ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের বেলনা, সুটকির টেক এলাকায় (ডেইরিক ডট বাংলাদেশ) নামে একটি ওয়ান টাইম প্লাস্টিক কারখানায় আনুমানিক ৭টার দিকে আগুন লাগে।


আগুনের ধোঁয়াই সারা বেলনা, সুটকির টেক এলাকায় ছড়িয়ে পড়ে সেই ধোয়ার সূত্রধরে এলাকাবাসী সেখানে উপস্থিত হন। এবং তারা দেখেন কারখানাটি দাউদাউ করে জ্বলছে।স্থানীয়রা এই দৃশ্য  দেখে দ্রুততর ফায়ার সার্ভিসে ফোন দেয়। এবং সেখানে স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী, তাহের আলী এবং বেলনা ৭নং ওয়ার্ডের অন্যান্য মেম্বার পদপ্রার্থী উপস্থিত হন।


এলাকাবাসী জেটি বলেন ৭টা বা ৭টা ২০ এ হবে আনুমানিক ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হন। এবং তারা দ্রুততম আগুন নেভানোর কাজে লেগে পড়েন। তার কিছুক্ষণ পরে ঘটনাস্থলে কলাতিয়া পুলিশ ফাঁড়ি থেকে কিছু পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এবং স্থানীয় মানুষদের ঘটনাস্থল থেকে একটু দূরে সরিয়ে নেয় পুলিশ প্রশাসন। ফায়ার সার্ভিস এর লোকেরা আনুমানিক এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়। কিন্তু এর আগেই কারখানাটি ধ্বংসস্তুপে পরিণত হয়।


কারখানার মালিক মো. শামিম হোসেন জানিয়েছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  শামিম হোসেন বলেন  কারখানায় প্রায় ২৫টি মেশিন এবং কয়েক কোটি টাকার মালামাল মজুদ ছিল। একটি মেশিনের মূল্য প্রায় দেড় কোটি টাকা। তিনি বলেন শুক্রবার বলে কারখানাটি বন্ধ থাকায় কোনো শ্রমিক ছিল না। তাই কোন আহত ও  নিহত এর ঘটনা ঘটেনি।


তবে ঘটনা সম্পর্কে ফায়ারসার্ভিসের কাছে জানতে চাইলে ফায়ারসার্ভিসের ঢাকা জোন-৫ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, আনুমানিক সন্ধ্যা ৭টায় আগুন লাগার ঘটনা জানতে পেরে আমরা ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের ৩টি ইউনিট কাজ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বাকিটা বলা যাবে।